বাংলাদেশকে হুমকি দিলেন আসামের মুখ্যমন্ত্রী
কলকাতা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চিকেন নেক নিয়ে বাংলাদেশকে হুমকি দিয়েছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার তিনি বলেছেন, “বাংলাদেশ যদি কখনো ভারতের চিকেন নেক করিডোরে আক্রমণ করার কথা ভাবে, তাহলে ভারত তাদের উভয় চিকেন নেককেই লক্ষ্য করে প্রতিশোধ নেবে।”
আসামের মুখ্যমন্ত্রী বলেন, “তাদের (বাংলাদেশের) দুটি মুরগির গলা আছে, আমাদের একটি। যদি তারা আমাদের উপর আক্রমণ করে, আমরা তাদের দুটিতে আঘাত করব।”
তিনি বলেন “মেঘালয় থেকে চট্টগ্রাম পোর্ট চিকেন নেকের আয়তন আমাদের থেকেও ছোট। আমরা চাইলেই এর গলা ধরতে পারি। আমরা আমাদের অভ্যন্তরের রাজনীতিতে চিকেন নেকের কথা বলি। তাই বলে যে কেউ এসে আমাদের চিকেন নেকে এসে হাত রেখে দেবে?”
এসময় তিনি ভারতের অপ্রতিরোধ্য সামরিক শক্তির কথা উল্লেখ করে বলেন, “ভারতকে চ্যালেঞ্জ জানাতে পুনর্জন্ম প্রয়োজন। বাংলাদেশকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। ওটা একটা ছোট দেশ। ভারতের সঙ্গে তাদের কখনোই তুলনা হয় না।”
সুচরিতা/শাহেদ