ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল গ্রিস, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২২ মে ২০২৫   আপডেট: ১২:৫০, ২২ মে ২০২৫
ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল গ্রিস, সুনামি সতর্কতা জারি

ইউরোপের দেশ গ্রিসে এক সপ্তাহের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। বৃহস্পতিবার সকালে গ্রিসের ক্রিট উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়। খবর গ্রিক সিটি টাইমসের।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এর তথ্যানুসারে, ভূপৃষ্ঠের ৭৭ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পটি আঘাত হেনেছে।

আরো পড়ুন:

ভূমিকম্পের জেরে গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় সুনামি সতর্কতা জারি করেছে। পর্যটক এবং উপকূলীয় বাসিন্দাদের “উপকূল থেকে দূরে সরে গিয়ে ‍উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। 

তবে বৃহস্পতিবারের কম্পনের মাত্রা নিয়ে দু’রকম তথ্য উঠে আসছে। গ্রিসের জিওডায়নামিক্স ইনস্টিটিউট-এর বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএসএমসি) জানিয়েছে যে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

ভূমিকম্পের তীব্রতার কারণে, তুরস্ক, লেবানন, মিশর এবং ইসরায়েলের মতো প্রতিবেশী দেশগুলোতেও কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে গ্রিসে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ইউরোপের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি ক্রিট সম্ভাব্য আফটারশকের জন্য উচ্চ সতর্কতায় রয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে, হেরাক্লিয়নের কাছে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে বহু গ্রাম ধ্বংস হয়ে যায়, শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক পরিবার বাস্তুচ্যুত হয়। অন্যদিকে ২০২১ সালের অক্টোবরে আরেকটি ভূমিকম্পে একজনের মৃত্যু হয় এবং এক ডজনেরও বেশি মানুষ আহত হয়।

গত সপ্তাহে গ্রিসের ক্রিট শহরের দক্ষিণ উপকূলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেসময়ও দ্বীপটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। 

গত সপ্তাহের ভূমিকম্পে স্কুল ও পাবলিক ভবনগুলোতে দৃশ্যমান ফাটল দেখা দিয়েছিল, যার ফলে বাসিন্দারা আরো ভূমিকম্পের আশঙ্কায় বাইরে ঘুমাতে বাধ্য হয়েছিলেন। 

গ্রিস কর্তৃপক্ষ এখন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়