ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউরোপীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ২৩ মে ২০২৫   আপডেট: ২১:৩১, ২৩ মে ২০২৫
ইউরোপীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, “তাদের সাথে আমাদের আলোচনা ফলপ্রসূ হচ্ছে না!”

ট্রাম্প জানিনেয়ছেন, পহেলা জুন থেকে নতুন শুল্ক আরোপ কার্যকর হতে পারে।

মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণাটি ইইউর সাথে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। তিনি এপ্রিলে বেশিরভাগ ইইউ পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন, কিন্তু আলোচনার জন্য সময় দেওয়ার জন্য ৮ জুলাই পর্যন্ত তা অর্ধেক করে ১০ শতাংশ করেছেন।

ট্রাম্প আমেরিকায় তৈরি না হওয়া আইফোনের উপর ‘অন্তত’ ২৫ শতাংশ আমদানি কর আরোপের হুমকিও দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, “আমি অনেক আগেই অ্যাপলের টিম কুককে জানিয়েছি, আমি আশা করি তাদের যেসব আইফোন মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করা হবে তা ভারত বা অন্য কোথাও নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হতে হবে। যদি তা না হয়, তাহলে অ্যাপলকে কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্রে দিতে হবে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়