ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় চিকিৎসকদের সন্তানদেরও হত্যা করছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২৪ মে ২০২৫  
গাজায় চিকিৎসকদের সন্তানদেরও হত্যা করছে ইসরায়েলি বাহিনী

গাজায় চিকিৎসকদের সন্তানদেরও হত্যা করছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ইসরায়েলি বিমান একজন চিকিৎসকের বাড়িতে হামলা চালিয়েছে। এ ঘটনায় ওই চিকিৎসকের ১০ সন্তানের মধ্যে নয়জন নিহত হয়েছে। খান ইউনিস শহরে অবস্থিত আল-নাসের হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নাসের হাসপাতাল জানিয়েছে, ডা. আলা আল-নাজ্জারের এক সন্তান এবং তার স্বামী আহত হলেও বেঁচে গেছেন। 

হাসপাতালে কর্মরত ব্রিটিশ সার্জন গ্রেম গ্রুম জানিয়েছেন, তিনি তার ১১ বছর বয়সী ছেলেটির অস্ত্রোপচার করেছেন।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালকের শেয়ার করা এবং বিবিসির যাচাইকৃত একটি ভিডিওতে দেখা গেছে, শুক্রবার খান ইউনিসে হামলার ধ্বংসস্তূপ থেকে ছোট ছোট পোড়া মৃতদেহ তোলা হচ্ছে।

বিবিসি মন্তব্যের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছে।

শনিবার এক সাধারণ বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা গত দিনে গাজা জুড়ে ১০০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে ৭৪ জনকে হত্যা করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডা. মুনির আলবোরশ এক্স-এ জানিয়েছেন, ডা. আল-নাজ্জারের স্বামী হামদি তার স্ত্রীকে কাজে নিয়ে যাওয়ার পর বাড়ি ফিরে আসার কয়েক মিনিটের মধ্যেই আল-নাজ্জারের পারিবারিক বাড়িতে হামলা চালানো হয়।

ডা. আলবোরশ জানিয়েছেন, ডা. আল-নাজ্জারের সন্তানদের মধ্যে বড় ছেলের বয়স ১২ বছর।

নাসের হাসপাতালে কর্মরত আরেক ব্রিটিশ সার্জন ভিক্টোরিয়া রোজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে গ্রুম জানিয়েছেন, শিশুদের বাবা ‘গুরুতর আহত’ হয়েছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়