সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ জারি করেছেন। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চলতি মাসে মধ্যপ্রাচ্য সফরের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। ওই সময় তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ট্রেজারি বিভাগ একটি সাধারণ লাইসেন্স জারি করেছে যা প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সিরিয়ার সরকার, সেইসাথে কেন্দ্রীয় ব্যাংক এবং রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলোকে লেনদেনের অনুমোদন দিয়েছে।
ট্রেজারি এক বিবৃতিতে বলেছে, জিএল২৫ নামে পরিচিত এই সাধারণ লাইসেন্স “সিরিয়ার নিষেধাজ্ঞা বিধিমালাকে পূর্বঘোষিত নিষিদ্ধ লেনদেনের অনুমোদন দেয়, কার্যকরভাবে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।”
এতে আরো বলা হয়েছে, “জিএল২৫ প্রেসিডেন্টের আমেরিকা ফার্স্ট কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন বিনিয়োগ এবং বেসরকারি খাতের কার্যকলাপকে সক্ষম করবে।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের সিজার আইনের অধীনে ১৮০ দিনের ছাড়ের নির্দেশনাও দিয়েছেন। এতে নিষেধাজ্ঞাগুলো বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে না এবং বিদ্যুৎ, জ্বালানি, পানি ও স্যানিটেশন সরবরাহ সহজতর করবে এবং মানবিক প্রচেষ্টাকে সক্ষম করবে।
রুবিও বলেছেন, “আজকের পদক্ষেপগুলো সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সম্পর্কের জন্য প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ।”
ঢাকা/শাহেদ