ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ২৪ মে ২০২৫   আপডেট: ২৩:১৬, ২৪ মে ২০২৫
ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় নিহত ৫

ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার ইসরায়েলি হামলায় অন্তত পাঁচ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার দক্ষিণ গাজায় একটি ট্রাকের সামনে ত্রাণ নেওয়ার জন্য লোকজন জড়ো হচ্ছিল। এসময় তাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় অন্তত পাঁচ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।

ইসরায়েল ১১ সপ্তাহ ধরে গাজা অবরোধ করে রেখেছে। আন্তর্জাতিক চাপের মুখে চলতি সপ্তাহে সীমিত পরিসরে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এই সামান্য ত্রাণ তাঁবু ও অন্যান্য অস্থায়ী বাসস্থানে আশ্রয় নেওয়া লোকদের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

শুক্রবার ডাকাতদের ঠেকাতে ত্রাণ ট্রাক পাহারা দেওয়ায় নিয়োজিত ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই ঘটনায় কমপক্ষে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়