ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলছে তর্ক 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২৮ মে ২০২৫   আপডেট: ১৯:৩৬, ২৮ মে ২০২৫
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলছে তর্ক 

ইউক্রেন যুদ্ধ তীব্রতর হওয়ার বিষয়ে প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে তর্ক শুরু হয়েছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে সতর্কবার্তা দেওয়ার পরে এই তর্ক শুরু হয়েছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে বলেছেন, পুতিন আগুন নিয়ে খেলছেন এবং সতর্ক করেছেন যে, তিনি নিজে না থাকলে রাশিয়ার সাথে ‘সত্যিই খারাপ’ ঘটনা ইতিমধ্যেই ঘটে যেত।

ট্রাম্প বলেছেন, “ভ্লাদিমির পুতিন যা বুঝতে পারেন না তা হচ্ছে, আমি না থাকলে রাশিয়ায় ইতিমধ্যেই অনেক খারাপ ঘটনা ঘটে যেত এবং আমি বলতে চাইছি সত্যিই খারাপ। তিনি আগুন নিয়ে খেলছেন।”

এর প্রতিক্রিয়ায় পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ রাষ্ট্রীয় টিভির এক প্রতিবেদককে জানিয়েছেন, ট্রাম্পের মন্তব্য থেকে বোঝা যায় যে তিনি যুদ্ধের বাস্তবতা সম্পর্কে ভালোভাবে অবগত নন।

তিনি বলেছেন, “ইউক্রেন-রাশিয়া সংঘর্ষের প্রেক্ষাপটে আসলে কী ঘটছে সে সম্পর্কে ট্রাম্প যথেষ্ট অবগত নন।”

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটা স্পষ্ট যে ট্রাম্প প্রশাসন ‘শান্তিপূর্ণ সমাধানের জন্য যথেষ্ট চেষ্টা’ করছে এবং রাশিয়া ‘ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ।’

পেসকভ বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই রাশিয়ার নিজস্ব জাতীয় স্বার্থ রয়েছে, যা আমাদের জন্য সর্বোপরি এবং আমাদের প্রেসিডেন্টের জন্য সর্বোপরি।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়