ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পশ্চিম তীরে সবচেয়ে বড় আকারে ইহুদি বসতি করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ২৯ মে ২০২৫  
পশ্চিম তীরে সবচেয়ে বড় আকারে ইহুদি বসতি করছে ইসরায়েল

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আকারে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি মন্ত্রীরা জানিয়েছেন, পশ্চিম তীরে ২২টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কিছু বসতি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কিন্তু এখন ইসরায়েলি আইন অনুযায়ী এগুলো বৈধতা পাবে।

পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের বিষয়টি আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যাপকভাবে অবৈধ বলে বিবেচিত হয়। তবে ইসরায়েল বরাবরই আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি বসতি স্থাপন বিরোধী নজরদারি সংস্থা পিস নাউ জানিয়েছে, নতুন বসতি স্থাপন ‘পশ্চিম তীরকে নাটকীয়ভাবে নতুন রূপ দেবে এবং দখলদারিত্বকে আরো দৃঢ় করবে।’

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে ইসরায়েল প্রায় ১৬০টি বসতি নির্মাণ করেছে। এখানে প্রায় সাত লাখ ইহুদি বাস করে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়