ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুল্ক স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ২৯ মে ২০২৫   আপডেট: ২২:৪৯, ২৯ মে ২০২৫
শুল্ক স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে ট্রাম্প প্রশাসন

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ট্রাম্পের শুল্ক আরোপে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে হোয়াইট হাউস। শুক্রবার এই আপিল আবেদন করা হবে বলে জানিয়েছে বিবিসি।

নিউ ইয়র্কে অবস্থিত আন্তর্জাতিক বাণিজ্য আদালত স্থানীয় সময় বুধবার বলেছে, সংবিধানে স্পষ্টভাবে বলা আছে—বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য নীতির নিয়ন্ত্রণ কংগ্রেসের হাতে। প্রেসিডেন্ট চাইলেই যেকোনো দেশের পণ্যের ওপর ইচ্ছেমতো শুল্ক বসাতে পারেন না।

রায়ের প্রতিক্রিয়ায হোয়াইট হাউস জানিয়েছে,  ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের রায় “স্পষ্টতই ভুল। আমরা নিশ্চিত যে আপিলের মাধ্যমে এই সিদ্ধান্ত বাতিল করা হবে।”

এক্স-এ এক পোস্টে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি মোকাবেলায় নির্বাহী শাখার ক্ষমতার বৈধ ব্যবহারের পথে অনির্বাচিত বিচারকদের বাধা হওয়া উচিত নয়।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়