ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান খামেনির

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ৪ জুন ২০২৫  
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইউরেনিয়াম সমৃদ্ধ শতভাগ বন্ধ করার ব্যাপারে মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন। বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি ঘোষণা দিয়েছেন।

শনিবার ওমান ইরানের কাছে একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য মার্কিন প্রস্তাব পেশ করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাঁচ দফা আলোচনার পর, বেশ কয়েকটি কঠিন বিষয় রয়ে গেছে। এগুলোর মধ্যে রয়েছে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বজায় রাখার উপর জোর দেওয়া এবং তেহরানের পারমাণবিক বোমার সম্ভাব্য কাঁচামাল - অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের সম্পূর্ণ বিদ্যমান মজুদ বিদেশে পাঠাতে অস্বীকৃতি।

ইরানের সব বিষয়ে চূড়ান্ত বক্তব্য রাখার অধিকারী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করার বিষয়ে কিছুই বলেননি। তবে তিনি বলেছেন, “মার্কিন প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরতার বিশ্বাস এবং আমরা পারি নীতির বিরোধিতা করে।”

তিনি বলেছেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়া একটি বিশাল পারমাণবিক শিল্প অকার্যকর এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের জানা উচিত যে পারমাণবিক শিল্প রক্ষায় ইরানকে তার মূল লক্ষ্য অর্জন থেকে কেউ বিরত রাখতে পারবে না।”

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা ছাড়া বিশাল পারমাণবিক শিল্প কেন অকেজো তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাদের বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহের জন্য যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে না পারি তাহলে এই প্রযুক্তির অধিকারী এমন কারো কাছে আমাদের হাত পাততে হবে যারা আমাদের নিজস্ব তেল সম্পদ থাকা সত্ত্বেও বলে যে আমাদের তেল শোধনাগার থাকার কিংবা পেট্রোল উৎপাদনের অধিকার থাকতে পারবে না। তারা চায় আমাদেরকে অবশ্যই সেইসব দেশের ইচ্ছা অনুযায়ী পেট্রোল কিনতে হবে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়