ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্নের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ১১ জুন ২০২৫   আপডেট: ২১:৫৭, ১১ জুন ২০২৫
চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্নের ঘোষণা ট্রাম্পের

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, বেইজিং চুম্বক ও বিরল খনিজ সরবরাহ করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে চীনা শিক্ষার্থীদের প্রবেশাধিকার দেবে।

ট্রাম্প বিস্তারিত না জানিয়ে ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমরা মোট ৫৫ শতাংশ শুল্ক পাচ্ছি, চীন পাচ্ছে ১০ শতাংশ। সম্পর্ক চমৎকার!”

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রকে আমদানি করা চীনা পণ্যের উপর ৫৫ শতাংশ শুল্ক আরোপের অনুমতি দেয়। এর মধ্যে রয়েছে ১০ শতাংশ ভিত্তিমূল ‘পারস্পরিক’ শুল্ক, ফেন্টানাইল পাচারের জন্য ২০ শতাংশ শুল্ক এবং পূর্ব-বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক। চীন মার্কিন আমদানির উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবে।

ট্রাম্প জানিয়েছেন, চুক্তিটি তার এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে হয়েছে।

ট্রাম্প বলেছেন, “সম্পূর্ণ চুম্বক এবং যেকোনো প্রয়োজনীয় বিরল ভূগর্ভস্থ পদার্থ চীন আগামীতে সরবরাহ করবে। একইভাবে আমরা চীনকে যা দিতে সম্মত হয়েছে তা সরবরাহ করব, যার মধ্যে আমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত থাকবে।”

মার্কিন ও চীনা কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছিলেন, তারা তাদের বাণিজ্য যুদ্ধবিরতিকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য এবং বিরল ভূগর্ভস্থ পদার্থের উপর চীনের রপ্তানি নিষেধাজ্ঞা অপসারণের জন্য একটি কাঠামোতে একমত হয়েছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়