ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় যুদ্ধবিরতির দাবিতে সাধারণ পরিষদে ভোট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১২ জুন ২০২৫  
গাজায় যুদ্ধবিরতির দাবিতে সাধারণ পরিষদে ভোট

গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের সাধারণ পরিষদ বৃহস্পতিবার 
একটি খসড়া প্রস্তাবের উপর ভোট দেবে। গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র একই ধরণের প্রচেষ্টায় ভেটো দেওয়ার পর এই উদ্যোগ নিয়েছে সাধারণ পরিষদ। 

কূটনীতিকরা জানিয়েছেন, ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ সম্ভবত বিপুল সমর্থনের সাথে এই প্রস্তাবটি গ্রহণ করবে। ইসরায়েল চলতি সপ্তাহে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, প্রতি-উৎপাদনশীল প্রহসন’ বলে অভিহিত করে এই অধিবেশনে দেশগুলোকে অংশ নেওয়ার বিরুদ্ধে লবিং করেছে।

সাধারণ পরিষদের প্রস্তাব বাধ্যতামূলক নয়। তবে যুদ্ধের বিষয়ে বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে দেখা হয় একে।

বৃহস্পতিবারের ভোটটি আগামী সপ্তাহে জাতিসংঘের একটি সম্মেলনের আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই যার লক্ষ্য ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য আন্তর্জাতিক চাপ পুনরুজ্জীবিত করা। মার্কিন যুক্তরাষ্ট্র দেশগুলোকে সম্মেলনে যোগদান না করার জন্য অনুরোধ করেছে।

রয়টার্সের হাতে আসা একটি নোটে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, ‘যেসব দেশ সম্মেলনের আগে ইসরায়েলবিরোধী পদক্ষেপ নেবে তাদের মার্কিন পররাষ্ট্র নীতির স্বার্থের বিরুদ্ধে কর্মরত হিসেবে দেখা হবে এবং তাদের কূটনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিরাপত্তা পরিষদে একাধিকবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আনা হলেও তাতে ভেটো দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়