ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিধ্বস্ত ভারতীয় বিমানের যাত্রীর তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ১২ জুন ২০২৫   আপডেট: ১৬:৫৬, ১২ জুন ২০২৫
বিধ্বস্ত ভারতীয় বিমানের যাত্রীর তালিকা প্রকাশ

আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রী তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার এভিয়েশন কর্তৃপক্ষ এ তালিকা প্রকাশ করেছে।

বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন।

আরো পড়ুন:

তালিকা অনুযায়ী, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, এক জন কানাডার নাগরিক এবং সাত জন পর্তুগিজ নাগরিক।

বেসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, দুপুর ১টা ৩৯ মিনিটে বিমানটি রানওয়ে ছাড়ার পর পরই এটিসিকে ‘মে ডে কল’ করেন পাইলট। এটিসি থেকে এরপর যোগাযোগ করা হলে পাইলট আর কোনো সাড়া দেননি।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়