যুদ্ধবিরতি চান না ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চান না। মঙ্গলবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প জানিয়েছেন, তিনি কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনের জন্য ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন না। তিনি এর চেয়ে অনেক বেশি কিছু চান। তিনি ‘যুদ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান।
এর অর্থ কী হতে পারে তা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প স্পষ্ট তার কোনো জবাব দেননি।
ট্রাম্প স্রেফ বলেছেন, “একটি বাস্তব পরিণতি-যার মধ্যে ইরানের পক্ষ থেকে সম্পূর্ণ পরিত্যাগ অন্তর্ভুক্ত থাকতে পারে।”
ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানকে তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। তবে এর জন্য আরো আলোচনার প্রয়োজন হবে।
ওয়াশিংটনে এয়ার ফোর্স ওয়ান অবতরণের পর ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন, ইসরায়েলি হামলা শুরু হওয়ার আগে ইরানের উচিত ছিল যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তিটি গ্রহণ করা।
ঢাকা/শাহেদ