ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এমন কোনো প্রমাণ নেই: আইএইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৯ জুন ২০২৫   আপডেট: ১৯:৩৪, ১৯ জুন ২০২৫
ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এমন কোনো প্রমাণ নেই: আইএইএ প্রধান

আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সক্রিয়ভাবে কাজ করছে— এমন কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। 

বৃহস্পতিবার (১৯ জুন) আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

আরো পড়ুন:

তিনি বলেন, “আমরা ইরানে এমন কোনো উপাদান পাইনি যা ইঙ্গিত দেয় যে সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য একটি সক্রিয় ও সংগঠিত পরিকল্পনা রয়েছে।”

তিনি আরো বলেন, “আমরা এমন কিছু দেখিনি যাতে আমাদের পরিদর্শকরা নিশ্চিতভাবে বলতে পারেন যে, ইরানে কোথাও পারমাণবিক অস্ত্র তৈরি বা উৎপাদন করা হচ্ছে।”

তবে মাত্র এক সপ্তাহ আগে আইএইএর বোর্ড অব গভর্নরস ইরানকে আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা চুক্তির প্রতি ‘অননুগত’ হিসেবে ঘোষণা দেয়। বোর্ড জানায়, ইরান ‘অনেকবার ব্যর্থ হয়েছে’ গোপন পারমাণবিক উপাদান ও কার্যক্রম বিষয়ে ‘সম্পূর্ণ ও সময়মতো সহযোগিতা’ করতে।

বিশেষ করে, ইরানের কয়েকটি ঘোষণাবিহীন স্থানে ইউরেনিয়ামের উপস্থিতি পাওয়া গেলেও দেশটি তার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি বলে অভিযোগ করেছে সংস্থাটি। এতে ইরানের কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরো বেড়েছে। 

এদিকে, ইসরায়েল-ইরানের মধ্যকার সংঘাত সপ্তম দিনে পৌঁছেছে এবং উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে। 

ইসরায়েল বলছে, ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় তাদের হামলা চালানোটা খুবই জরুরি ছিল এবং সে হামলাগুলো তারা সফলভাবে চালিয়েছে।

ইসরায়েল সরকার বলছে, এই হামলা ‘প্রতিরোধমূলক’ ছিল; এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক বোমা তৈরির এক আসন্ন ও অনিবার্য হুমকি মোকাবিলা করা। কিন্তু এই দাবি সমর্থন করার মতো কোনো প্রমাণ তারা দিতে পারেনি। বরং ইসরায়েলের হামলা অত্যন্ত পরিকল্পিত ও দীর্ঘদিন ধরে প্রস্তুত করা হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়