ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরান-ইসরায়েল সংঘাত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কী ঘটছে?

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৩, ২০ জুন ২০২৫   আপডেট: ১০:৩৪, ২১ জুন ২০২৫
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কী ঘটছে?

ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি বিশেষ বৈঠক করছে। বাংলাদেশ সময়  শুক্রবার রাত ১১টা পর্যন্ত সেখানে যা যা বলা হয়েছে, তা সংক্ষেপে তুলে ধরেছে আলজাজিরা।

ইরানের জাতিসংঘ প্রতিনিধি ইরানজুড়ে ইসরায়েলের হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক আইন রক্ষায় জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

ইসরায়েলি প্রতিনিধি ড্যানন ইরানি প্রতিনিধির বক্তব্যের পাল্টা জবাবে বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ইসরায়েল ক্ষমা চাইবে না।”

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ওয়াশিংটনের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ইরানকে দোষারোপ করেন যে, তারা পারমাণবিক চুক্তিতে সম্মত না হয়ে পরিস্থিতি জটিল করেছে।

রাশিয়ার প্রতিনিধি বলেন, “ইসরায়েল পারমাণবিক আলোচনা শুরু হওয়ার ঠিক আগের দিন ইরানে হামলা চালিয়েছে। এটিকে তিনি কূটনৈতিক সমাধান খোঁজার প্রচেষ্টার প্রতি ইসরায়েলের স্পষ্ট অবজ্ঞা হিসেবে অভিহিত করেন।

আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, পারমাণবিক স্থাপনায় হামলা তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে পারে, যার প্রভাব আক্রান্ত রাষ্ট্র ছাড়িয়ে আরো বহু অঞ্চলে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়