ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: হামলা সমর্থন করে ইরানকে আলোচনায় ফেরার আহ্বান যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২২ জুন ২০২৫   আপডেট: ১৪:৫৭, ২২ জুন ২০২৫
হামলা সমর্থন করে ইরানকে আলোচনায় ফেরার আহ্বান যুক্তরাজ্যের

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার

ইরানে মার্কিন হামলাকে সমর্থন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে সংকট সমাধানে ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসারাও আহ্বান জানিয়েছেন তিনি। 

রবিবার (২২ জুন) আলজাজিরা লিখেছে, এক বিবৃতিতে কিয়ার স্টারমার বলেছেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি দূর করার জন্য পদক্ষেপ নিয়েছে।”

আরো পড়ুন:

তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখনও উত্তপ্ত। অঞ্চলটিতে স্থিতিশীলতা আমাদের অগ্রাধিকার। আমরা ইরানকে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার এবং এই সংকটের শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর আহ্বান জানাই।”

তবে ইরান বরাবরই দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে, যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তাদের দাবি, পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

আজ ভোরে যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায়।

হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেন, “ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণকে রক্ষা করতে “সমস্ত বিকল্পই উন্মুক্ত রাখছে।”

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়