ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

সরাসরি: ইসরায়েলের বিরুদ্ধে আরো আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ২৩ জুন ২০২৫   আপডেট: ১২:১২, ২৩ জুন ২০২৫
ইসরায়েলের বিরুদ্ধে আরো আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান মালয়েশিয়ার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ইসরায়েলের ‘উস্কানিমূলক ও সহিংস আচরণ’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরো কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 

সোমবার (২৩ জুন) আলজাজির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

তিনি বলেন, “যখন তারা ইরানের জনগণের ওপর হামলা চালায় এবং হত্যা করে, তখন প্রতিক্রিয়া আসাটা স্বাভাবিক। আমাদের অবস্থান হলো ন্যায়বিচার নিশ্চিত করা।”

আরো পড়ুন:

আনোয়ার ইব্রাহিম বলেন, “গাজায় এখনো নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। এখন তারা ইরানেও হামলা চালাচ্ছে এবং ইরান প্রতিরোধ করছে। বাইরের শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের  এই সংঘাতে জড়িয়ে পড়া পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।”

তিনি আরো বলেন, “প্রশ্ন হলো, যদি ইরানকে প্রতিক্রিয়া দেখাতে না দেওয়া হয়, তাহলে ইসরায়েলকে কেন বারবার এমন আগ্রাসনের সুযোগ দেওয়া হচ্ছে?”

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়