ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: ইরানের হামলায় ১০ দিনে ইসরায়েলে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ২৩ জুন ২০২৫   আপডেট: ১৪:৪২, ২৩ জুন ২০২৫
ইরানের হামলায় ১০ দিনে ইসরায়েলে নিহত  ২৪

সংঘাতের ১০ দিনে ইরানের হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছে।

রবিবার (২৩ জুন) দেশটির জরুরি মেডিকেল পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এনডিএ) জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর গত ১০ দিনে ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছে।

আরো পড়ুন:

সংস্থাটি জানায়, তারা এখন পর্যন্ত ১ হাজার ২১৩ জন ইসরায়েলিকে চিকিৎসা দিয়েছে; যাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।

বাকি আহতদের মধ্যে কেউ কেউ মাঝারি ও হালকা আঘাত পেয়েছেন, অনেকে আবার উদ্বেগ ও মানসিক চাপের কারণে চিকিৎসা নিয়েছেন বলে সংস্থাটি জানায়।

আলজাজিরা জানিয়ছে, ইসরায়েলের হামলায় ইরানে চার শতাধিক মানুষ নিহত নিহত হয়েছে।

১৩ জুন থেকে হামলা ও পাল্টা হামলায় প্রাণহানি ক্রমেই বাড়ছে। উভয় দেশে বহু মানুষ আহত হয়েছে। যুদ্ধের কারণে ইসরায়েলের নাগরিকরা আশ্রয়কেন্দ্র বা বাঙ্কারে ঠাঁই পেলেও ইরানিদের ক্ষেত্রে অবস্থা ভিন্ন। সাধারণ নাগরিকদের আশ্রয়ের জন্য ইরানে নিরাপত্তা-বাঙ্কার নেই; আলজাজিরার কয়েকটি প্রতিবেদনে তেহরানের বাসিন্দাদের এমনই তথ্য উঠে এসেছে।

ঢাকা/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়