ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোন ধ্বংস করেছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২৬ জুন ২০২৫  
ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোন ধ্বংস করেছে ফ্রান্স

যুদ্ধবিরতির আগে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোন ধ্বংসে অংশ নিয়েছিল ফ্রান্স। বুধবার ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এ তথ্য জানিয়েছেন।

বুধবার রাতে পার্লামেন্টে লেকর্নু বলেন, “আমি নিশ্চিত করতে পারি যে ফরাসি সেনাবাহিনী গত কয়েক দিনে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানের সময় ১০টিরও কম ড্রোন প্রতিরোধ করেছে- হয় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সিস্টেমের মাধ্যমে অথবা আমাদের রাফায়েল যুদ্ধবিমানের মাধ্যমে।”

লেকর্নু জানান, ১২ দিনের সংঘাতের সময় ইরান ইসরায়েলের দিকে প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ড্রোন ছুঁড়েছে।

১৩ জুন ইসরায়েল ইরানে আক্রমণ শুরু করে, দাবি করে যে তাদের লক্ষ্য ছিল তাদের চিরশত্রু তেহরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করা। তাদের হামলায় ইরানের সামরিক কমান্ডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন এবং বেশ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশে ৬১০ জন নিহত এবং প্রায় পাঁচ হাজার আহত হয়েছেন।

মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কমপক্ষে ২৮ জন নিহত এবং শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়