ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহাকাশ স্টেশনে পা রাখলো প্রথম ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ২৬ জুন ২০২৫  
মহাকাশ স্টেশনে পা রাখলো প্রথম ভারতীয়

প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ স্টেশনে (আইএসএস) পা রেখেছেন শুভাংশু শুক্লা। বৃহস্পতিবার ভারতীয় বিমান বাহিনীর এই পাইলট মহাকাশ স্টেশনে প্রবেশ করেন বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

বুধবার স্থানীয় সময় রাত ১২টা এক মিনিটে মহাকাশে যাত্রা করে অ্যাক্সিয়ম-৪ নভোযান। শুক্লাসহ আরো তিন নভোচারী মহাকাশ স্টেশনে আগামী এক সপ্তাহ ধরে ৬০টি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করবেন। এগুলোর মধ্যে সাতটি ভারত প্রস্তাব করেছিল। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজ করবে। 

আইএসএস থেকে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, শুক্লা এবং ক্রু ড্রাগন ক্যাপসুলে থাকা অন্য তিনজন নভোচারীকে মহাকাশযান এবং আইএসএস-এর সংযোগকারী ভেস্টিবুলের মধ্য দিয়ে প্রবেশে সাহায্য করা হচ্ছে। তাদের প্রত্যেকের মুখে ছিল বিশাল হাসি এবং আইএসএস-এ ইতিমধ্যেই থাকা সাতজন নভোচারী তাদের আলিঙ্গন করে স্বাগত জানিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উত্তর আটলান্টিক মহাসাগরের ৪২৪ কিলোমিটার দূরে ২৮ ঘন্টার ফ্লাইট সম্পন্ন করে অ্যাক্সিয়ম-৪।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়