ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশি পাট আমদানির ওপর ভারতের নিষেধাজ্ঞা 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২৯ জুন ২০২৫  
বাংলাদেশি পাট আমদানির ওপর ভারতের নিষেধাজ্ঞা 

বাংলাদেশ থেকে পাট এবং সংশ্লিষ্ট তন্তু/পণ্য আমদানির উপর বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। বাংলাদেশের রপ্তানিকারকরা যাতে তৃতীয় দেশের মাধ্যমে ভারতে পাট রপ্তানি করতে না পারে সে ব্যাপারেও পদক্ষেপ নিয়েছে দিল্লি। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নহাভা শেভা বন্দর ব্যতীত সব স্থল ও সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পাট এবং সংশ্লিষ্ট তন্তু/পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। তাদের পাট রপ্তানির মাধ্যমে উপরোক্ত বিধিনিষেধ লঙ্ঘন না করে, সেজন্য সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি-সাফটার বিধান অনুসারে, বাংলাদেশ থেকে পাট ভারতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। তবে সম্প্রতি দাবি করা হচ্ছে, ভারতীয় পাট শিল্প দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য, বিশেষ করে সুতা, ফাইবার এবং ব্যাগের ডাম্পিং এবং ভর্তুকিযুক্ত আমদানির প্রতিকূল প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এতে লাভবান হচ্ছে বাংলাদেশ। এই উদ্বেগের প্রেক্ষিতে, অ্যান্টি-ডাম্পিং এবং অ্যালাইড ডিউটিজ মহাপরিচালক বিস্তারিত তদন্ত পরিচালনা করে এবং বাংলাদেশ থেকে উৎপাদিত পাট/পণ্যের উপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক  আরোপ করে। তবে এই শুল্ক আরোপের পরেও আমদানিতে উল্লেখযোগ্য হ্রাস পায়নি। বাংলাদেশের বিভিন্ন বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রযুক্তিগত ছাড়, অব্যাহতিপ্রাপ্ত সংস্থাগুলোর মাধ্যমে রপ্তানি এবং উচ্চতর ভর্তুকি নিশ্চিত করার জন্য ভুল ঘোষণার মাধ্যমে শুল্ক এড়াতে সক্ষম হয়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে পাট এবং সংশ্লিষ্ট তন্তু/পণ্য আমদানির উপর বন্দর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশের রপ্তানিকারকরা যাতে তৃতীয় দেশের মাধ্যমে ভারতে পাট রপ্তানি করতে না পারে সে ব্যাপারেও পদক্ষেপ নিয়েছে দিল্লি।

গত মাসে ভারত বাংলাদেশ থেকে তৈরি পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রীসহ পণ্য আমদানির উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়