ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১ জুলাই ২০২৫  
তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের তামিলনাড়ুর শিবকাশি সংলগ্ন চিন্না কামানপট্টি গ্রামের একটি বাজি কারখানা। মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। আহত হয়েছেন অনেকে। উদ্ধারকাজ শুরু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ভোরে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। তারা বেরিয়ে দেখেন, দাউ দাউ করে জ্বলছে কারখানাটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। যদিও কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়।

আরো পড়ুন:

জানা যাচ্ছে, বাজি কারখানাতেই বিস্ফোরণ হয়েছে। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয়।  ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

উল্লেখ্য, শিবকাশি এলাকাকে ‘ফায়ারওয়ার্কস ক্যাপিটাল অব ইন্ডিয়া’ বলা হয়। এখানকার বাজির কারখানাগুলো ছাড়াও ম্যাচ ও প্রিন্টিং শিল্পও সমানভাবে সক্রিয়। এই জেলার অর্থনীতির একটা বড় অংশই নির্ভরশীল এই শিল্পগুলোর উপর।

মাত্র একদিন আগেই তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় একটি ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারান অন্তত ৪২ জন। তামিলনাড়ুর ঘটনাতেও নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়