ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারো প্রকাশ্যে ট্রাম্প-ইলন মাস্ক দ্বন্দ্ব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ১ জুলাই ২০২৫   আপডেট: ২২:০৬, ১ জুলাই ২০২৫
আবারো প্রকাশ্যে ট্রাম্প-ইলন মাস্ক দ্বন্দ্ব

সামাাজিক যোগাযোগমাধ্যমে আবারো প্রকাশ্যে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বন্ধু ধনকুবের ইলন মাস্কের দ্বন্দ্ব। ট্রাম্প প্রশাসনের কর ও ব্যয় বিলকে কেন্দ্র করে দুজনের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য চলছে। 

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে জেতাতে প্রায় ২০ কোটি ডলার খরচ করেছিলেন মাস্ক। হাউসে প্রবেশের পর ট্রাম্প তার প্রশাসনে মাস্ককে যুক্ত করে নেন। সরকারি ব্যয়ে কাটছাঁট করতে গঠন করা হয় যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই)। এই বিভাগের দায়িত্ব পান মাস্ক। মাস্কের নেতৃত্বাধীন ডিওজিই ফেডারেল সরকারের হাজার হাজার কর্মীকে বরখাস্ত করে। বন্ধ করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম। তবে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে ট্রাম্প ও মাস্কের মধ্যে দূরত্ব বেড়ে যায়। ডিওজিই-এর দায়িত্ব থেকে সরে দাঁড়ান মাস্ক। চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসনের বাজেটকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছিলেন মাস্ক।

মঙ্গলবার ট্রাম্প এক পোস্টে জানিয়েছেন, ডিওজিইকে মাস্কের প্রতিষ্ঠানগুলোর ওপর কর আরোপের জন্য ব্যবহার করা যেতে পারে।

ট্রাম্প লিখেছেন, “ইলন হয়তো এখনো পর্যন্ত ইতিহাসে যেকোনো মানুষের চেয়ে বেশি ভর্তুকি পেয়েছেন। হয়তো আমাদের উচিত ডজ- কে একটু ভালোভাবে শক্তভাবে ব্যবহার করা। অনেক অর্থ সাশ্রয় হতে পারে।”

প্রযুক্তি বিলিয়নিয়ার উত্তরে লিখেছেন, “আমি আক্ষরিক অর্থেই বলছি সব কর্তন করুন। এখনই।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়