ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২ সপ্তাহে ৯০০ বার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ২ জুলাই ২০২৫  
২ সপ্তাহে ৯০০ বার ভূমিকম্প

দক্ষিণ জাপানের একটি প্রত্যন্ত দ্বীপপুঞ্জে গত দুই সপ্তাহে ৯০০ বারেরও বেশি ভূমিকম্প হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে।

ধারাবাহিক ভূমিকম্পের ফলে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিউশু অঞ্চলের দক্ষিণে টোকারা দ্বীপপুঞ্জে স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করার পর জরুরি সংবাদ সম্মেলন করেছে জাপান আবহাওয়া সংস্থা।

ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আয়তাকা এবিতা সাংবাদিকদের বলেন, “২১ জুন থেকে টোকারা দ্বীপপুঞ্জের আশেপাশের সমুদ্রে ভূমিকম্পের কার্যকলাপ খুব সক্রিয় রয়েছে। আজ বিকাল ৪ টা পর্যন্ত কম্পনের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে।”

টোকারা গ্রাম তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বাসিন্দারা ঘুমাতে পারেনি এবং তারা এখন ক্লান্ত।

একজন বাসিন্দা আঞ্চলিক সম্প্রচারক এমবিসিকে বলেছেন, “মনে হচ্ছে এটি কাঁপছে। ঘুমিয়ে পড়াও খুব ভয়ঙ্কর।” 

আরেকজন বাসিন্দা বলেন, “এটা কখন শেষ হবে তা স্পষ্ট নয়। আমার বাচ্চাদের সরিয়ে নেব কিনা তা নিয়ে ভাবা উচিত।”

২০২৩ সালের সেপ্টেম্বরে টোকারা এলাকায় একই রকম তীব্র ভূমিকম্পের ঘটনা ঘটেছিল। ওই সময় ৩৪৬টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

প্রত্যন্ত টোকারা দ্বীপপুঞ্জের ১২টি দ্বীপের মধ্যে সাতটিতেই জনবসতি রয়েছে। এসব দ্বীপে মোট ৭০০ জন বাসিন্দা রয়েছেন।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়