ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৪ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৪২, ৪ জুলাই ২০২৫
ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া

যুদ্ধ শুরু হওয়ার পরে ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে ২৩ জন আহত হয়েছে এবং রাজধানী কিয়েভজুড়ে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলার কয়েক ঘন্টা পরেই।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া মোট ৫৩৯টি ড্রোন এবং ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কিয়েভে বিমান হামলার সাইরেন, কামিকাজে ড্রোনের শব্দ এবং বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয়েছিল। বাসিন্দারা আশ্রয়ের জন্য ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে পরিবারের সাথে জড়ো হয়েছিলেন। শহরের কেন্দ্রস্থলে তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আক্রমণকে ‘ইচ্ছাকৃতভাবে বিশাল এবং নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন।

জেলেনস্কি এক্স-এ বলেছেন, “উল্লেখযোগ্যভাবে গতকাল আমাদের শহর ও অঞ্চলে প্রথম বিমান হামলার সতর্কতা প্রায় একই সাথে প্রচারিত হতে শুরু করে যখন সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটি ফোনালাপ নিয়ে আলোচনার খবর প্রকাশিত হয়েছিল। আবারো রাশিয়া দেখিয়ে দিচ্ছে যে যুদ্ধ ও সন্ত্রাস বন্ধ করার কোনো ইচ্ছা তাদের নেই।”

কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কিয়েভের ১০টি জেলার মধ্যে ছয়টিতে প্রায় ৪০টি অ্যাপার্টমেন্ট ব্লক, যাত্রীবাহী রেলওয়ে অবকাঠামো, পাঁচটি স্কুল ও কিন্ডারগার্টেন, ক্যাফে এবং অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পোল্যান্ড জানিয়েছে, কেন্দ্রীয় কিয়েভে তাদের দূতাবাসের কনস্যুলার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কর্মীরা অক্ষত রয়েছেন।

মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে জানিয়েছেন, আহতদের মধ্যে ১৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়