ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয়নি ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ৫ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৫১, ৫ জুলাই ২০২৫
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয়নি ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিদর্শন করতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি।

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে তেহরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে পিছিয়ে দেওয়া হয়েছে’। অবশ্য তিনি স্বীকার করেছেন যে ইরান অন্য কোনো স্থানে এটি পুনরায় চালু করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, সোমবার হোয়াইট হাউসে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ইরান নিয়ে আলোচনা করবেন, যেখানে সম্ভাব্য গাজা যুদ্ধবিরতি এজেন্ডার শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, “আমি মনে করি তাদের অন্য কোনো জায়গা থেকে শুরু করতে হবে। এবং যদি তারা শুরু করে, তবে সেটি সমস্যা হবে।”

তেহরানের পারমাণবিক কর্মসূচি তিনি পুনরায় শুরু করতে দেবেন না বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়