নতুন রাজনৈতিক দল তৈরি করলেন ইলন মাস্ক

মার্কিন ধনকুবের ইলন মাস্ক একটি নতুন রাজনৈতিক দল তৈরি করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নাটকীয় বিরোধের কয়েক সপ্তাহ পর তিনি এ ঘোষণা দিলেন বলে রবিবার জানিয়েছে বিবিসি।
মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছেন, তিনি আমেরিকা পার্টি নামের একটি নতুন দল প্রতিষ্ঠা করেছেন। তিনি তার দলকে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে অভিহিত করেছেন।
তবে দলটি মার্কিন নির্বাচন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত কিনা তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেওয়ায় মাস্ক মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য। দলের নেতৃত্বে কে থাকবেন তা জানানটি এখনো মাস্ক।
ট্রাম্পের সাথে তার প্রকাশ্য বিরোধের সময় মাস্ক দল গঠনের সম্ভাবনা উত্থাপন করেছিলেন। পরবর্তীতে তিনি ট্রাম্প প্রশাসন থেকে বের হয়ে সাবেক মিত্রের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। বিরোধের সময় মাস্ক এক্স-এ একটি জরিপ পরিচালনা করেছিলেন। সেখানে ব্যবহারকারীদের জিজ্ঞাসা করা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল থাকা উচিত কিনা।
শনিবার তার পোস্টে সেই জরিপের কথা উল্লেখ করে মাস্ক লিখেছেন, “২-১ এর ব্যবধান, আপনারা একটি নতুন রাজনৈতিক দল চান এবং আপনারা তা পাবেনেই! যখন অপচয় ও দুর্নীতির মাধ্যমে আমাদের দেশকে দেউলিয়া করার কথা আসে, তখন আমরা গণতন্ত্র নয়, একদলীয় ব্যবস্থায় বাস করি। আজ, আমেরিকা পার্টি আপনাকে আপনার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য গঠিত হয়েছে।”
শনিবার পর্যন্ত ফেডারেল ইলেক্টোরাল কমিশন দলটিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করার নথি প্রকাশ করেনি।
ঢাকা/শাহেদ