ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ৬ জুলাই ২০২৫  
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭ তে পৌঁছেছে। রবিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি কের কাউন্টি। এখানে ৫৯ জন, ট্র্যাভিস কাউন্টিতে ৪ জন, বার্নেট কাউন্টিতে ৩ জন, কেন্ডাল কাউন্টিতে এক জন মারা গেছেন।

কের কাউন্টির শেরিফ ল্যারি এল. লেইথা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন শিশু রয়েছেন। সময়ের সাথে সাথে সংখ্যাটি বাড়তে পারে। তবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। ২০ টিরও বেশি সংস্থার ৪০০ জনেরও বেশি উদ্ধারকর্মী কের কাউন্টিতে কাজ করছেন।

সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, বন্যার পর ‘বিপুল সংখ্যক মানুষ বিপর্যয়ের কবলে পড়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  বলেছেন, ‘টেক্সাসের কের কাউন্টির জন্য একটি বড় দুর্যোগ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছি, যাতে আমাদের সাহসী প্রথম প্রতিক্রিয়াকারীদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করা যায়।’

স্থানীয় সময় শুক্রবার টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বর্ষণের ফলে সেখানকার গুয়াদালুপ নদীর পানি প্রায় ৯ মিটার বেড়ে যায়। নদীর কাছেই শিশুদের গ্রীষ্মকালীন ক্যাম্প ছিল। ওই ক্যাম্পে ৭৫০ শিশু অবস্থান করছিল।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়