ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের বিষয়ে আলাপ করেছেন ট্রাম্প ও নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ৮ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৪০, ৮ জুলাই ২০২৫
ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের বিষয়ে আলাপ করেছেন ট্রাম্প ও নেতানিয়াহু

গাজা উপত্যকা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক স্থানান্তরের বিতর্কিত প্রস্তাবটি নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

সোমবার হোয়াইট হাউসের ব্লু রুমে ট্রাম্প এবং নেতানিয়াহু এই আলোচনা করেছেন।

ট্রাম্প চলতি বছরের শুরুতে ফিলিস্তিনিদের স্থানান্তরিত করার এবং উপত্যকাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরিয়া’ হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন। ওই সময় ব্যাপক সমালোচনা শুরু হলে সাময়িকভাবে নিজের অবস্থান থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। 

নেতানিয়াহু বৈঠকে উপস্থিত সাংবাদিকদের জানান, ফিলিস্তিনিদের একটি ‘উন্নত ভবিষ্যত’ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অন্যান্য দেশের সাথে কাজ করছে।

গাজার বাসিন্দারা প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, “মানুষ যদি থাকতে চায়, তারা থাকতে পারে, কিন্তু যদি তারা চলে যেতে চায়, তবে তাদের চলে যাওয়ার ব্যবস্থা করা উচিত। এটি একটি কারাগার হওয়া উচিত নয়। এটি একটি উন্মুক্ত জায়গা হওয়া উচিত এবং মানুষকে স্বাধীনভাবে পছন্দ করার সুযোগ দেওয়া উচিত।”

তিনি বলেন, “আমরা এমন দেশ খুঁজে বের করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি যারা সবসময় যা বলে তা উপলব্ধি করতে চাইবে, তারা ফিলিস্তিনিদের একটি উন্নত ভবিষ্যত দিতে চায়। আমার মনে হয় আমরা বেশ কয়েকটি দেশ খুঁজে বের করার কাছাকাছি চলে এসেছি।”

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলেছে, “এটি এমন কিছু যা ইসরায়েলিরা কিছুদিন ধরেই বলে আসছে, একে ফিলিস্তিনিদের তাদের জন্মভূমি থেকে স্বেচ্ছায় অভিবাসন বলে অভিহিত করছে। তবে অবশ্যই, একে জাতিগত নির্মূল হিসেবে নিন্দা করা হয়েছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়