ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুতিনের ওপর চটেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ৯ জুলাই ২০২৫   আপডেট: ১১:৩৬, ৯ জুলাই ২০২৫
পুতিনের ওপর চটেছেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা দেয়ার কথা বিবেচনা করছেন।

বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য স্ট্যান্ডার্ড।   

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারণা চলাকালে একদিনের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে চলতি বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি তিনি পালন করতে পারেনি। শান্তির মধ্যস্থতার জন্য তার প্রশাসনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার হোয়াইট হাউজে মন্ত্রিপরিষদ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প পুতিনের ওপর তার ক্ষোভ প্রকাশ করেন। 

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে হাজার হাজার সেনা প্রাণ হারাচ্ছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি আপনাদের এটুকু বলতে পারি, পুতিনের বিষয়ে আমি সন্তুষ্ট নই। তাকে সবসময় খুব ভদ্রোচিত দেখায় তবে দিনশেষে সবই অর্থহীন। পুতিনের আমাদের সঙ্গে অনেক বেশি বাজে বকেন।”

ট্রাম্প জানান, তিনি সিনেটে এমন একটি বিলকে সমর্থন করবেন কিনা তা বিবেচনা করছেন, যা যুদ্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। ট্রাম্প বলেন, “আমি বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি।” 

এই বিলের প্রধান পৃষ্ঠপোষক হলেন দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং কানেকটিকাটের ডেমোক্র্যাটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। এই বিলটি মস্কোর সঙ্গে বাণিজ্যকারী অন্যান্য দেশগুলোকেও শাস্তি দেবে। রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য রপ্তানি কিনবে এমন দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করবে।

মঙ্গলবার আরো এক বিবৃতিতে ট্রাম্প জানান, তার প্রশাসন ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠাবে, যা মূলত হবে প্রতিরক্ষামূলক অস্ত্র। 

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়