ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ২০ জুলাই ২০২৫  
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প

রাশিয়ার কামচাটকা অঞ্চলের উপকূলের কাছে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার ভূমিকম্পের পরপর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজি) এর তথ্য অনুসারে, প্রথম দফায় ছোট মাত্রার ভূমিকম্পের কিছুক্ষণ পরেই কামচাটকার পূর্ব উপকূলে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পতাত্ত্বিক কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ৪ মাত্রার। প্রথমে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের খবর দেওয়ার পর জিএফজি ভূমিকম্পটিকে ৭ দশমিক ৪ মাত্রায় আপডেট করেছে।

মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র প্রাথমিকভাবে হাওয়াই রাজ্যের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল। কিছুক্ষণ পরেই তা বাতিল করা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, কামচাটকার জন্য সুনামি সতর্কতাও প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়