ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুদ্ধবিরতির আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ২৭ জুলাই ২০২৫   আপডেট: ২২:৫০, ২৭ জুলাই ২০২৫
যুদ্ধবিরতির আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া

যুদ্ধবিরতির জন্য সোমবার মালয়েশিয়ায় আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার এই আলোচনা বলে জানিয়েছে থাই সরকার।

রবিবার রাতে থাই সরকার এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৩টায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। থাই আলোচনাকারী দলের নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই।

আসিয়ান আঞ্চলিক সহযোগিতা ফোরামের সভাপতিত্বকারী মালয়েশিয়া থাই সরকারকে জানিয়েছে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটও আলোচনায় অংশ নেবেন।

মে মাসের শেষের দিকে সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ার এক সেনা নিহত হওয়ার পর থেকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে উত্তেজনা তীব্র হতে শুরু করে। বৃহস্পতিবারের থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ছোট অস্ত্র এবং রকেট হামলা হয়। থাইল্যান্ড পরে এফ-১৬ যুদ্ধবিমান পাঠিয়ে কম্বোডিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করে। তিনদিনের সংঘর্ষে দুই দেশের অন্তত ৩২ জন নিহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে দুই লাখ মানুষ।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত সপ্তাহে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার দুই নেতা যুদ্ধবিরতিতে কাজ করতে সম্মত হয়েছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়