ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খোদ ইসরায়েলিরা তাদের দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ৩০ জুলাই ২০২৫   আপডেট: ১৮:৩২, ৩০ জুলাই ২০২৫
খোদ ইসরায়েলিরা তাদের দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছে

গাজায় দুর্ভিক্ষের ভয়াবহতা দেখে ক্ষুব্ধ খোদ ইসরায়েলিরা। এবার ইসরায়েলের উপর আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘নিষেধাজ্ঞা’ আরোপের আহ্বান জানিয়েছেন দেশটির শিক্ষাবিদ, শিল্পী এবং বুদ্ধিজীবীদের একটি দল।

গার্ডিয়ানকে লেখা একটি চিঠিতে স্বাক্ষরকারী ৩১ জনের মধ্যে রয়েছেন একাডেমি পুরস্কারপ্রাপ্ত ইউভাল আব্রাহাম, ইসরায়েলি অ্যাটর্নি জেনারেল মাইকেল বেন-ইয়াইর, ইসরায়েলের সংসদের সাবেক স্পিকার ও ইহুদি সংস্থার সাবেক প্রধান আব্রাহাম বার্গ, চিত্রশিল্পী মিশাল না’আমান; পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্র নির্মাতা রায়ানান আলেকজান্দ্রোইচ. গোল্ডেন লায়নবিজয়ী পরিচালক স্যামুয়েল মাওজ; কবি আহারুন শাবতাই, নৃত্য পরিচালক ইনবাল পিন্টো এবং ইসরায়েলের সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মান, মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাপকদের একটি দল।

কবিতা, বিজ্ঞান, সাংবাদিকতা এবং শিক্ষা জগতের জগত থেকে আসা এই চিঠিতে ইসরায়েলের বিরুদ্ধে ‘গাজার জনগণকে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার এবং লাখ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক অপসারণের’ অভিযোগ আনা হয়েছে।

এতে বলা হয়েছে, “এই নৃশংস অভিযান শেষ না করা এবং স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন না করা পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।”

এই চিঠিটি ইসরায়েলের নিষ্পাপ সমালোচনা এবং কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অনুমোদনের আহ্বান জানানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। কারণ আহ্বান জানানো ব্যক্তিরা এমন একটি দেশের নাগরিক যেখানে রাজনীতিবিদরা এই ধরনের পদক্ষেপের পক্ষে কথা বলা ব্যক্তিদের লক্ষ্য করে আইন প্রণয়ন করেছেন।

সোমবার দুটি সুপরিচিত ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠী বি’তসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল প্রথমবারের মতো গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যা’ নীতি পরিচালনা করছে বলে মূল্যায়ন করে প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইহুদি সম্প্রদায় সংস্কার আন্দোলন জানিয়েছে, গাজার ছড়িয়ে পড়া দুর্ভিক্ষের জন্য ইসরায়েলি সরকার ‘দায়ী।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়