ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত অস্ত্র হস্তান্তর করবে না হামাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ২ আগস্ট ২০২৫  
ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত অস্ত্র হস্তান্তর করবে না হামাস

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র হস্তান্তর করবে না হামাস। শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এ তথ্য জানিয়েছে।

গাজা যুদ্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং জিম্মিদের মুক্তির জন্য চুক্তির লক্ষ্যে হামাস এবং ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা গত সপ্তাহে অচলাবস্থার মধ্যে শেষ হয়েছে। যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের অন্যতম শর্ত ছিল, হামাসকে নিরস্ত্র হতে হবে।

মঙ্গলবার যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যস্থতাকারী কাতার এবং মিশর, ফ্রান্স এবং সৌদি আরবের ঘোষণাকে সমর্থন করেছে। এই ঘোষণায় ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে পদক্ষেপের রূপরেখা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এর অংশ হিসাবে হামাসকে পশ্চিমা-সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র হস্তান্তর করতে হবে।

শনিবার হামাস এক বিবৃতিতে বলেছে, “জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র” প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ‘সশস্ত্র প্রতিরোধের’ অধিকার ত্যাগ করতে পারবে না।

২০০৭ সাল থেকে গাজা শাসন করে আসছে হামাস। কিন্তু যুদ্ধে ইসরায়েলের হাতে সামরিকভাবে পরাজিত হয়েছে গোষ্ঠীটি।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়