ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় প্রতিদিন মারা যাচ্ছে ২৮ শিশু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ৫ আগস্ট ২০২৫   আপডেট: ২০:১০, ৫ আগস্ট ২০২৫
গাজায় প্রতিদিন মারা যাচ্ছে ২৮ শিশু

ইসরায়েলি বোমাবর্ষণ এবং অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা সরবরাহের উপর নিষেধাজ্ঞার কারণে গাজায় প্রতিদিন প্রায় ২৮ জন শিশু মারা যাচ্ছে। মঙ্গলবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার এক্স-এ এক পোস্টে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) বলেছে, “বোমাবর্ষণে মৃত্যু। অপুষ্টি ও অনাহারে মৃত্যু। সাহায্য ও গুরুত্বপূর্ণ পরিষেবার অভাবে মৃত্যু। গাজায় প্রতিদিন গড়ে ২৮ জন শিশু - একটি শ্রেণীকক্ষের আকার - নিহত হয়েছে।”

সংস্থাটি জোর দিয়ে বলেছে, গাজার শিশুদের খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং সুরক্ষার জরুরি প্রয়োজন। ‘সবচেয়ে বড় কথা, তাদের এখনই যুদ্ধবিরতি প্রয়োজন।’

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ১৮ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। গড় হিসেবে প্রতি ঘন্টায় একজন শিশুকে হত্যা করেছে ইসরায়েল। 

গত ২৪ ঘণ্টায় গাজায় এক শিশুসহ অন্তত আটজন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। ইসরায়েল ত্রাণ আটকে রাখা এবং ত্রাণপ্রার্থীদের হত্যা করা অব্যাহত রাখায় ৯৪ জন অনাহারে শিশুসহ মোট ১৮৮ জন মারা গেছেন।

সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক পরিচালক আহমেদ আলহেন্দাউই আল জাজিরাকে বলেন, “গাজা আজ শিশুদের এবং তাদের স্বপ্নের জন্য একটি কবরস্থান। এটি গাজার প্রতিটি শিশুর জন্য একটি অনিবার্য জীবন্ত দুঃস্বপ্ন... এটি এমন একটি প্রজন্ম যারা এই ভেবে বেড়ে উঠছে যে বিশ্ব তাদের পরিত্যাগ করেছে, বিশ্ব তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়