ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের ওপর শুল্ক আরো বৃদ্ধি করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ৫ আগস্ট ২০২৫   আপডেট: ২০:২৬, ৫ আগস্ট ২০২৫
ভারতের ওপর শুল্ক আরো বৃদ্ধি করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় তিনি আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারতীয় আমদানির উপর আরোপিত শুল্ক ‘অত্যন্ত উল্লেখযোগ্যভাবে’ বৃদ্ধি করবেন।

তিনি সিএনবিসিকে সাক্ষাৎকারে বলেছেন, “ভারত একটি ভালো বাণিজ্যিক অংশীদার নয়, কারণ তারা আমাদের সাথে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সাথে ব্যবসা করি না। তাই আমরা ২৫ শতাংশের উপর মীমাংসা করেছি কিন্তু আমার মনে হয় আমি আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব, কারণ তারা রাশিয়ান তেল কিনছে।”

গত মাসে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বাইরে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে ট্রাম্প ভারতকে আরো জরিমানা করার ঘোষণা দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় ভারত অপরিশোধিত তেল রপ্তানির ক্ষেত্রে ভারতীয় পরিশোধকদের আলাদা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছিল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের আমদানি ‘বিশ্ব বাজার পরিস্থিতির কারণে বাধ্যতামূলক একটি প্রয়োজনীয়তা’ হলেও, এর সমালোচনাকারী দেশগুলো নিজেরাই ‘রাশিয়ার সাথে বাণিজ্যে লিপ্ত’, এমনকি যখন ‘এই ধরনের বাণিজ্য এমনকি একটি গুরুত্বপূর্ণ বাধ্যবাধকতাও নয়।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়