হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার ২ মন্ত্রীসহ নিহত ৮
হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। বুধবার ঘানার সরকার এ তথ্য জানিয়েছে।
বুধবার প্রেসিডেন্ট জন মাহামার চিফ অফ স্টাফ জুলিয়াস ডেব্রাহা জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় আশান্ত অঞ্চলে দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ রয়েছেন।
ডেব্রাহা বলেছেন, “প্রেসিডেন্ট এবং সরকার জাতির সেবায় নিয়োজিত আমাদের কমরেড ও সেনাদের পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করছেন।”
নিহতদের মধ্যে জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপংও রয়েছেন।
ঢাকা/শাহেদ