ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা দ্রুত বাতিলের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ৮ আগস্ট ২০২৫  
নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা দ্রুত বাতিলের আহ্বান জাতিসংঘের

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা দ্রুত বাতিলের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।

তুর্ক বলেছেন, “অধিকৃত গাজা উপত্যকার সম্পূর্ণ সামরিক দখলের জন্য ইসরায়েলি সরকারের পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে।”

তিনি বলেছেন, “ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব তার দখলদারিত্বের অবসান ঘটাতে হবে বলে রায় দেওয়া আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরিপন্থী এটি। সম্মত দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”

নেতানিয়াহু বুধবার (৭ আগস্ট) রাতে এক টেলিভিশন ভাষণে বলেছেন, “গাজা যেন আর কখনো আমাদের নাগরিকদের জন্য হুমকি না হয়, তা নিশ্চিত করতেই আমাদের এ পরিকল্পনা। আমরা চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যাচ্ছি।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়