বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা কার্যকর
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে মালয়েশিয়ায়। শুক্রবার মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ব্যবস্থাটি বৈধ অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাসহ কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। সেই হিসেবে চলতি বছর যোগ্য কর্মীদের জন্য আলাদাভাবে মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করার প্রয়োজন নেই।
এই ব্যবস্থার লক্ষ্য হল ভিসার অপব্যবহারের ঝুঁকি হ্রাস করার সাথে সাথে বিদেশী কর্মীদের চলাচলের তদারকি উন্নত করা। মন্ত্রণালয় আশা করছে যে এই পরিবর্তন বিদেশে মালয়েশিয়ার দূতাবাসগুলিতে ঝামেলা কমাবে। এই ভিসা সুবিধাটি বাংলাদেশের সাথে নৈতিক শ্রম সহযোগিতার ক্ষেত্রে মালয়েশিয়ার প্রতিশ্রুতির অংশ।
ঢাকা/শাহেদ