ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনের এক গ্রামে ভয়াবহ বন্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ৮ আগস্ট ২০২৫  
চীনের এক গ্রামে ভয়াবহ বন্যা

চীনের দক্ষিণ-উষ্ণমন্ডলীয় অঞ্চলের পিংটো গ্রামে কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

শুক্রবার গুয়াংডং প্রদেশের এই গ্রামের রাস্তায় হাঁটু পর্যন্ত পানি দেখা গেছে। বাসিন্দারা তাদের ঘর থেকে ক্ষতিগ্রস্ত আসবাবপত্র এবং গৃহস্থালীর যন্ত্রপাতি টেনে বের করে এনেছে। মুষলধারে বৃষ্টির কারণে গ্রামের চারটি বাড়ি ভেঙে পড়েছে।

গ্রামের ৫০ বছর বয়সী এক বাসিন্দা বলেন, “এখানকার বয়স্ক লোকেরা বলেছে তারা এখানে থাকা ১০০ বছরে এমন বন্যার সম্মুখীন হয়নি।”

এই বাসিন্দা জানান, বন্যার পানি আগে কখনো তার দোতলা বাড়িতে প্রবেশ করেনি, কিন্তু এবার তা হু হু করে ঢুকে পড়েছে এবং তার অনেক জিনিসপত্র ধ্বংস করে দিয়েছে।

গ্রামে কেউ মারা গেছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

২ থেকে ৬ আগস্ট প্রাদেশিক রাজধানী গুয়াংজুতে রেকর্ড ৬২২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে - যা আগস্টে শহরের গড় মাসিক বৃষ্টিপাতের প্রায় তিনগুণ। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যার কারণে সেখানে কমপক্ষে সাতজন নিহত হয়েছে।

সরকার বৃহস্পতিবার দুর্যোগ ত্রাণের জন্য ৪৩০ মিলিয়ন ইউয়ান নতুন তহবিল ঘোষণা করেছে। তবে পিংটোতে, গ্রামবাসীরা জানিয়েছেন, তারা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়