ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেন যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টায় বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ৯ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:৫৮, ৯ আগস্ট ২০২৫
ইউক্রেন যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টায় বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন

ইউক্রেন যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টায় আগামী ১৫ আগস্ট বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

ট্রাম্প সামাজিক মাধ্যমে এই বৈঠকের ঘোষণা দেন এবং পরে ক্রেমলিনের মুখপাত্রও এটি নিশ্চিত করেন। 

আলাস্কাকে স্থান হিসেবে নির্বাচন করার কারণ হিসেবে ক্রেমলিন জানায়, এটি রাশিয়ার তুলনায় নিকটবর্তী হওয়ায় ‘যৌক্তিক’ সিদ্ধান্ত। খবর বিবিসির। 

বৈঠকের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে কিছু অঞ্চল ছাড়তে হতে পারে। ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চল ও ক্রিমিয়া রাশিয়া ধরে রাখতে পারে, তবে খেরসন ও জাপোরিঝঝিয়ার মতো আংশিক দখলে থাকা অঞ্চলও ছাড়তে হতে পারে।

ট্রাম্প গতকাল শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় বলেন, “আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছি। আমরা রাশিয়াকে দিয়েই শুরু করব।”

ইস্তানবুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন দফা সরাসরি আলোচনায় যুদ্ধের অবসান হয়নি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্টভাবে ভূখণ্ড হস্তান্তরের শর্ত অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন।

ইস্তানবুলে ইউক্রেন-রাশিয়া আলোচনার তিন দফা চেষ্টা যুদ্ধ বন্ধে সফল হয়নি। মস্কো যেসব সামরিক ও রাজনৈতিক শর্ত তুলেছে, সেগুলো কিয়েভ ও তার মিত্ররা ইউক্রেনের আত্মসমর্পণ হিসেবে দেখছেন।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়