ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জম্মু-কাশ্মীরে গোলাগুলি, ২ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ৯ আগস্ট ২০২৫  
জম্মু-কাশ্মীরে গোলাগুলি, ২ ভারতীয় সেনা নিহত

জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে প্রচণ্ড গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন।

সরকারি সূত্র জানিয়েছে, শনিবার (৯ আগস্ট) রাতভর চলা গুলোগুলিতে আরো দুই সেনা আহত হয়েছেন, যার ফলে মোট আহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে।

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের ঘন বনাঞ্চলে ‘সন্ত্রাসীরা’ বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এটি ‘সন্ত্রাসবাদী’ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘতম সংঘর্ষের একটি।

দেশটির সেনাবাহিনী এক্স এ একটি পোস্টে বলেছে, “ল্যান্সনায়েক প্রীতপাল সিং ও সিপাহি হরমিন্দর সিংয়ের আত্মত্যাগ স্মরণীয়। তাদের সাহস ও নিষ্ঠা ভারতীয় সেনাবাহিনীর জন্য অনুপ্রেরণা। ভারতীয় সেনাবাহিনী শোকাহত পরিবারের পাশে রয়েছে। অভিযান চলমান রয়েছে।”

এনডিটিভি জানায়, সন্ত্রাসীরা বনাঞ্চলে অবস্থান নিয়েছে। সেখানে অভিযান চালাতে শত শত সেনা অংশ নিচ্ছে। নিরাপত্তা বাহিনী ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার সন্ত্রাসীদের নিশানা করছে। শনিবার নবম দিনের মতো অভিযান চলছে। 

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক নলিন প্রভাত বলেন, “কঠিন ভূপ্রকৃতি ও বনাঞ্চলের কারণে অভিযান সময় নিচ্ছে, তবে আমরা তাদের অবশ্যই ধরব।”

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়