ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুদ্ধবিমান ধ্বংসের ভারতীয় দাবিকে হাস্যকর বললো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ৯ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৫৫, ৯ আগস্ট ২০২৫
যুদ্ধবিমান ধ্বংসের ভারতীয় দাবিকে হাস্যকর বললো পাকিস্তান

মে মাসে সংঘর্ষের সময় ভারত পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংসের যে দাবি করেছে তাকে ‘অবাস্তব’ এবং ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শনিবার এক্স-এ এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

শনিবার ভারতীয় বিমানবাহিনী প্রধান এ.পি. সিং দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে জানান, যুদ্ধে পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ও একটি সামরিক বিমান ধ্বংস করেছে ভারত। বেশিরভাগ পাকিস্তানি বিমান ভারতের রাশিয়ার নির্মিত এস-৪০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। তিনি ইলেকট্রনিক ট্র্যাকিং ডেটাকে হামলার নিশ্চিতকরণ হিসাবে উল্লেখ করেছেন।

এই দাবির জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানি বিমান ধ্বংসের অভিযোগে ভারতীয় বিমানবাহিনী প্রধানের বিলম্বিত দাবি যতটা অকল্পনীয়, ঠিক ততটাই অযৌক্তিক। এটা বিদ্রূপাত্মকও যে, ভারতীয় রাজনীতিবিদদের কৌশলগত অদূরদর্শিতার কারণে ঊর্ধ্বতন ভারতীয় সামরিক কর্মকর্তাদের কীভাবে বিশাল ব্যর্থতার মুখ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিন মাস ধরে, এই ধরনের কোনোদাবি করা হয়নি — যদিও পাকিস্তান, এর পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে বিস্তারিত প্রযুক্তিগত ব্রিফিং উপস্থাপন করেছে এবং স্বাধীন পর্যবেক্ষকরা রাফায়েলসহ একাধিক ভারতীয় বিমানের ক্ষতির ব্যাপক স্বীকারোক্তি রেকর্ড করেছে, বিশ্বনেতা, ঊর্ধ্বতন ভারতীয় রাজনীতিবিদ থেকে শুরু করে বিদেশী গোয়েন্দাসূত্র মূল্যায়ন পর্যন্ত করেছে।”

আসিফ বলেন, ভারত “একটিও পাকিস্তানি বিমানকে আঘাত করেনি বা ধ্বংস করেনি।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়