ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ১০ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:৫৮, ১০ আগস্ট ২০২৫
নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রায় দুই বছরের গাজা যুদ্ধকে আরো তীব্র করার পরিকল্পনার বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তারা গাজায় অভিযান অবিলম্বে বন্ধ করার এবং জিম্মিদের মুক্তির দাবি জানিয়েছে। শনিবার রাতে এই বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে,  নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর দখলের সিদ্ধান্ত নিয়েছে। বিক্ষোভকারীদের দাবি, সরকারের এই পদক্ষেপ হামাসের হাতে জিম্মিদের জন্য বিপদ ডেকে আনতে পারে।

জিম্মি ওমরি মিরানের স্ত্রী লিশায় মিরান লাভি সমাবেশে বলেন,“এটি কেবল একটি সামরিক সিদ্ধান্ত নয়। এটি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের জন্য মৃত্যুদণ্ড হতে পারে।”

জনমত জরিপে দেখা গেছে, গাজায় হামাসের হাতে আটক বাকি ৫০ জন জিম্মির মুক্তি নিশ্চিত করার জন্য ইসরায়েলিদের সিংহভাগই যুদ্ধের অবিলম্বে অবসানের পক্ষে। ইসরায়েলি কর্মকর্তারা বিশ্বাস করেন যে প্রায় ২০ জন জিম্মি এখনো বেঁচে আছেন।

৬৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মকর্তা রামি দার বলেছেন, “তারা (সরকার) ধর্মান্ধ। তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।”

৪৫ বছর বয়সী ইয়ানা বলেন, যিনি তার স্বামী এবং দুই সন্তানের সাথে সমাবেশে অংশ নিয়েছিলেন।

তিনি বলেন, “সত্যি বলতে, আমি কোনো বিশেষজ্ঞ বা অন্য কিছু নই, কিন্তু আমার মনে হয় দুই বছর ধরে লড়াই করার পরেও কোনো সাফল্য আসেনি।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়