ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার সৌদি জাহাজ কর্তৃপক্ষের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ১৩ আগস্ট ২০২৫   আপডেট: ১১:১৯, ১৩ আগস্ট ২০২৫
ইসরায়েলে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার সৌদি জাহাজ কর্তৃপক্ষের

ইসরায়েলে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার করেছে সৌদি আরবের মালিকানাধীন দ্য ন্যাশনাল শিপিং কোম্পানি। কোম্পানিটির বিবৃতির বরাত দিয়ে মঙ্গলবার মিডল ইস্ট মনিটর এই তথ্য জানিয়েছে।

রবিবার ইতালীয় সংবাদমাধ্যম জানায়,  ৮ আগস্ট ‘বাহরি ইয়ানবু’ নামের সৌদি জাহাজটি জেনোয়া বন্দরে ভেড়ে। জাহাজটির জেনোয়া থেকে অস্ত্র বোঝাইয়ের কথা ছিল। এগুলো আবুধাবিতে নিয়ে যাওয়ার কথা। কিন্তু বন্দরকর্মীরা জানতে পারেন, ওই জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ ছিল, যেগুলো ইসরায়েলে নিয়ে যাওয়া হবে। বন্দরের ৪০ কর্মী জাহাজে ঢুকে তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পান।

সোমবার এক বিবৃতিতে ন্যাশনাল শিপিং কোম্পানি বলেছে, তারা “কখনো ইসরায়েলে কোনো পণ্য বা চালান পরিবহন করেনি এবং কোনোভাবেই এই ধরনের কোনো অভিযানে জড়িত ছিল না। তাদের সমস্ত কার্যক্রম প্রযোজ্য নিয়মকানুনগুলোর সম্পূর্ণ সম্মতি নিশ্চিত করার জন্য কঠোর তদারকি এবং স্পষ্ট পর্যালোচনা পদ্ধতির অধীন।”

কোম্পানিটি জানিয়েছে, তারা যে কোনো দাবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত যা তাদের সুনামের ক্ষতি করতে পারে বা তাদের নীতিগুলিকে ভুলভাবে উপস্থাপন করতে পারে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়