ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রুদ্ধদ্বার বৈঠক করবেন পুতিন ও ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ১৪ আগস্ট ২০২৫   আপডেট: ২০:৪৯, ১৪ আগস্ট ২০২৫
রুদ্ধদ্বার বৈঠক করবেন পুতিন ও ট্রাম্প

আলাস্কায় শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত থাকবে না। পরে তারা যৌথ বিবৃতি দেবেন। বৃহস্পতিবার ক্রেমলিনের সহযোগী ইউরি ইশাকভ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুই নেতার আলোচনার কেন্দ্রীয় বিষয় হবে ইউক্রেনের যুদ্ধ। এর পরে প্রতিনিধিদের মধ্যে আলোচনা হবে। প্রাতঃরাশের সময়েও এই আলোচনা অব্যাহত থাকবে।

উশাকভ জানান, শেষে সংবাদ সম্মেলনটি ‘আলোচনার ফলাফলের সংক্ষিপ্তসার’ হিসাবে কাজ করবে। 

ক্রেমলিন জানিয়েছে, আলাস্কায় যাওয়া রুশ প্রতিনিধিদলের মধ্যে উশাকভ নিজে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ, অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ এবং রাশিয়ান ব্যবসায়ী কিরিল দিমিত্রিভ অন্তর্ভুক্ত থাকবেন।

উশাকভ জানিয়েছেন, পুতিন এবং ট্রাম্প বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার সুযোগ হিসেবে শীর্ষ সম্মেলনটিও ব্যবহার করবেন।

তিনি বলেছেন, “অবশ্যই, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর বিষয়গুলোর পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলোরও সমাধান করা হবে।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়