ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জম্মু-কাশ্মীরে আকস্মিক বন্যায় ৪৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ১৪ আগস্ট ২০২৫  
জম্মু-কাশ্মীরে আকস্মিক বন্যায় ৪৬ জনের মৃত্যু

ভারতের জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ে মেঘভাঙা বৃষ্টির জেরে আকস্মিক বন্যায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চশোতী গ্রামের কাছে মচৈল মাতা মন্দিরের কাছে এ ঘটনা ঘটেছে বলে এনডিটিভি অনলাইন জানিয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, চশোতী গ্রাম থেকে শুরু হয় ‘মচৈল মাতা যাত্রা’। সেই উপলক্ষে অনেক পুণ্যার্থী জড়ো হয়েছিলেন ওই গ্রামে। তাবুঁ খাটিয়ে অবস্থান নিয়েছিলেন তারা। আকস্মিক বন্যায় সেই সব তাঁবু ভেসে গিয়েছে। ফলে অনেকের নিখোঁজ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

কিশ্তওয়াড়ের ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা জানিয়েছেন, ঘটনার পর পরই উদ্ধারকারী দল ওই গ্রামে পৌঁছেছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কমপক্ষে ৪৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নীচ থেকে ১৬৭ জনকে উদ্ধার করেছেন। তাদের মধ্যে ৩৮ জনের অবস্থা গুরুতর।

এর আগে গত ৫ আগস্ট উত্তরাখণ্ডের উত্তরাকাশীর ধরালী এবং হর্ষিল গ্রামে আকস্মিক বন্যায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল। সেই প্রাকৃতিক দুর্যোগের জেরে ধরালীর বেশির ভাগ অংশ পাথর, কাদার নীচে চাপা পড়ে গিয়েছে। 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়