ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাদশাহ হুমায়ুনের সমাধির পাশের দরগাহর ছাদ ধসে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ১৫ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:৩৫, ১৫ আগস্ট ২০২৫
বাদশাহ হুমায়ুনের সমাধির পাশের দরগাহর ছাদ ধসে নিহত ৫

ভারতের দিল্লির নিজামুদ্দিন এলাকায় একটি দরগাহর ছাদের কিছু অংশ ধসে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

পাট্টে শাহ দরগাহ শরীফ  ভবনটি ১৬ শতকে নির্মিত মোঘল বাদশাহ হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের মধ্যে অবস্থিত।

ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে ভবনের একপাশের ছাদ ধসে পড়া অবস্থায় দেখা গেছে। উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে দেখা গেছে।

অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৫-৩০ বছরের পুরনো ছাদটি ধসে পড়ার সময় ভবনের ভেতরে ইমামসহ ১৫-২০ জন ছিলেন। ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, বাদশাহ হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে ৯ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়