ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতকে বিরল খনিজ পদার্থ সরবরাহের প্রতিশ্রুতি চীনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১৯ আগস্ট ২০২৫  
ভারতকে বিরল খনিজ পদার্থ সরবরাহের প্রতিশ্রুতি চীনের

চার বছর পর ভারত-চীন সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত মিলেছে। ভারতকে বিরল খনিজ পদার্থ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে ২৪তম দফা সীমান্ত আলোচনার জন্য ভারত সফর করছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও তার দেখা হওয়ার কথা রয়েছে।

২০২০ সালে সীমান্ত সংঘাতের জেরে চীনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি শুরু হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ইস্যুতে সংঘাতের পর নয়াদিল্লি নতুন করে বেইজিংয়ের দিকে ঝুঁকতে শুরু করে।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, “ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সীমান্ত শান্ত রয়েছে। শান্তি ও প্রশান্তি বিরাজ করছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও তাৎপর্যপূর্ণ হয়েছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছি, সেখানে নতুন পরিবেশ সম্পর্ক এগিয়ে নিতে আমাদের সাহায্য করেছে।”

মঙ্গলবার সকালে একটি ভারতীয় সূত্র জানিয়েছে,  চীন তিনটি মূল ভারতীয় উদ্বেগ সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আশ্বস্ত করেছেন যে বেইজিং ভারতের সার, বিরল মৃত্তিকা এবং টানেল বোরিং মেশিনের চাহিদা পূরণ করবে।

ভারতের পররাষ্ট্র ও খনিজ মন্ত্রণালয় মন্তব্যের জন্য অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

চীন ভারতের জন্য দ্রুত রপ্তানি লাইসেন্স অনুমোদন করতে নাকি সামগ্রিক ছাড় দিতে রাজি হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়